ফেসবুক(Facebook) আইডি হ্যাক করার নিয়ম
আশাকরি সকলে ভালো আছেন। আপনারা যারা ফেসবুক (Facebook) আইডি হ্যাক করার নিয়ম জানতে চাচ্ছেন বা ফেসবুক হ্যাক করার নিয়ম জানতে চান, তাদের জন্য আজকের এই পোস্ট টি। অনেকে চিন্তা করে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায় । আবার অনেকে বলে থাকে ফেসবুক(Facebook) একাউন্ট হ্যাক করা যায় না। মূলত তাদের এই বিতরকের উত্তর দেয়ার জন্য আজকের এই আর্টিকেলটি লিখা হয়েছে।
ফেসবুক(Facebook) আইডি হ্যাক করার নিয়ম |
ফেসবুক আইডি হ্যাক এটা কি সত্যি সম্ভব। ফেসবুক(Facebook) আইডি হ্যাক এর ক্ষেত্রে আপনারা যেই পদ্ধতি গুলো ব্যবহার করবেন সেগুলো মূলত ইললিগ্যাল । আর এগুলো যদি আপনারা ব্যবহার করেন তবে কিন্তু আপনাদের জেল পর্যন্ত হয়ে যেতে পারে । বিশ্বাস হচ্ছে না তাই না পেরে শেষ পর্যন্ত পড়তে থাকুন আপনি বুঝতে পারবেন ।
ফেসবুক আইডি হ্যাক করার নিয়ম
মূলত ফেসবুক(Facebook) আইডি হ্যাক করা সহজ নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ফেসবুক আইডি হ্যাক করা যায়। তবে সাধারণ মানুষের জন্য এটা সম্ভব নয়। আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখতে পারেন যেখানে বলা হয়ে থাকে, তারা বিভিন্ন পদ্ধতি দেখিয়ে থাকে এই পদ্ধতি ব্যবহার করলে আপনিও ফেসবুক আইডি হ্যাক করতে পারবেন। এগুলোর 98 শতাংশ মিথ্যা।
আবার এমনও বলা হয়ে থাকে, আপনি যেই ফেসবুক আইডিটি হ্যাক করতে যাচ্ছেনওই আইটির লিংকটি যদি একটি নির্দিষ্ট ওয়েবসাইটের দেন তবে সেই ওয়েবসাইট থেকে আপনাকে ওই ব্যক্তির ফেসবুক আইডির পাসওয়ার্ড দেয়া হবে। এগুলো মূলত ভন্ডামি। ফেসবুক সাধারণ মানুষের হ্যাকিংয়ের ধরাছোঁয়ার বাইরে। অর্থাৎ সাধারণ মানুষ কখনই এটা কে হ্যাক করতে পারবে না।
আর আপনি যদি সত্যি ফেসবুক আইডি হ্যাক করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন দক্ষ প্রোগ্রামার হতে হবে। আপনাকে এইচটিএমএল, সিএসএস , জাভাস্ক্রিপ্ট , পিএইচপি , পাইথন, সি প্রোগ্রামিং ইত্যাদি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ভালো ধারণা থাকতে হবে। বিশেষ করে object-oriented প্রগ্রমিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
আপনি সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার পর যদি চিন্তা করেন ফেসবুক হ্যাকিং করবেন, এর পরে আপনি সম্মুখীন হবেন সাইবার ক্রাইম আইন এর। আর যদি কোন সার্ভার ক্রাইম করতে গিয়ে ধরা পড়ে যান তাহলে গুনতে হবে হাজার হাজার টাকা জরিমানা সেইসাথে জেল হতে পারে।
কিভাবে ফিশিং সাইট ব্যবহার করে ফেসবুক(Facebook)আইডি হ্যাক করা যায়?
যদিও বিভিন্ন ধরনের ফিশিং সাইট রয়েছে যেগুলো ব্যবহার করে একটি নির্দিষ্ট ফেসবুক আইডি হ্যাক করা যায় । কিন্তু আমি সেসব সাইটের ব্যাপারে কিছুই বলতে চাচ্ছি না। কারণ আমি কারো ক্ষতি করতে চাইনা। তবে ফিশিং সাইট গুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করি।
ফিশিং সাইট গুলো মূলত একটি নির্দিষ্ট ব্যক্তির আইডি চেয়ে থাকে। আপনি যখন আইডিটি দেবেন পরবর্তীতে সেই ব্যবহারকারীর কাছে একটি স্পাম মেসেজ পাঠানোর মাধ্যমে ফেইসবুক ব্যবহারকারীর কাছ থেকে তার ইউজারনেম এবং পাসওয়ার্ড টি হাতিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে সেই ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওই ব্যক্তির ফেইসবুক আইডিতে লগইন করা হয়।
আশা করি আপনারা কখনোই অন্যের ক্ষতি চাইবেন না। তাই চলুন এখন কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডিকে সুরক্ষিত রাখতে পারি সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।
ফেসবুক আইডি হ্যাক না হওয়ার উপায়
ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে সুরক্ষিত রাখার জন্য আপনাকে অবশ্যই দুই স্তরের নিরাপত্তা সিস্টেমটি ব্যবহার করতে হবে।
মেসেঞ্জারে কোন ধরনের অপরিচিত লিংক আসলে সে গুলাতে ক্লিক না করে এড়িয়ে যাওয়া।কারণ এ লিংকগুলোতে ক্লিক করা মাত্রই আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে এবং আপনার ফেসবুক(Facebook) আইডির পাসওয়ার্ড ইউজারনেম ইত্যাদি ইনফরমেশন চাইবে। আর আপনি যদি ভুলেও এই সব ইনফরমেশন দিয়ে ফেলেন তাহলে আপনি নির্ঘাত একটি হ্যাকারের ফাঁদে পড়ে যাবেন । মানে ফেসবুক আইডি হ্যাক হয়ে যাবে।
পাসওয়ার্ড ব্যবহারের সময় অবশ্যই বড় ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে নিজের নাম জন্মতারিখ ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাসওয়ার্ড ব্যবহারের সময় ক্যাপিটাল লেটার, স্মল লেটার , স্পেশাল ক্যারেক্টার , এবং নাম্বার ব্যবহার করুন। নিচে একটি উদাহরণ দেয়া হলোঃ Fan@234Vir, 2234Yx#2p
উপরের উদাহরণে ব্যবহৃত পাসওয়ার্ড গুলো দেখুন ।এই ধরনের কম্বিনেশন পাসওয়ার্ড ব্যবহারের ফলে আপনার পাসওয়ার্ডটি হাই সিকিউর হয়ে যায়। যার ফলে আপনার ফেসবুক(Facebook) আইডিটি হ্যাক হওয়া থেকে কিছুটা রক্ষা পাবে।
কখনোই ফেসবুকের লগইন তথ্য অন্য কোন ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করাবেন না। অবশ্যই সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনি কোথায় লগিন তথ্যটি ব্যবহার করতেছেন। ফেসবুকের বাইরে আরো কোন শব্দ সেখানে থাকলে বা কোন সন্দেহ হলেই www.facebook.com টাইপ করে একাউন্ট খুলুন।
আপনার মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনগুলি অবশ্যই গুগল প্লে স্টোর দ্বারা ভেরিফাই এমন অ্যাপ্লিকেশন ইনস্টল করুন। এর বাইরে আপনি ক্রাক যে সব সফটওয়্যার রয়েছে, বা পাওয়া যায় এইসব সফটওয়্যার ইন্সটল থেকে বিরত থাকুন।
এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডার অবশ্যই অন করে রাখতে পারেন। উইন্ডোজ ডিফেন্ডার, অথবা উইন্ডোজ ফায়ারওয়াল প্রটেকশন microsoft-এর এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থা ভাইরাস শনাক্ত করতে পারে। ফেসবুক আইডি হ্যাক ছাড়া ও আপনার কম্পিউটারের বিভিন্ন ধরনের ইনফর্মেশন হ্যাকিং হওয়া থেকে আপনাকে রক্ষা করবে উইন্ডোজ ডিফেন্ডার। তাই অবশ্যই কম্পিউটার ব্যবহারের সময় উইন্ডোজ ডিফেন্ডার অথবা ফায়ারওয়াল প্রটেকশন ব্যবস্থাটি অন করে রাখুন ।
ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে বুঝবো?
আপনার ফেসবুক(Facebook) আইডি হ্যাক হয়েছে কিনা তা জানার জন্য প্রথমে আপনার ফেসবুকে লগিন করুন এবং সেটিংস-এ ক্লিক করুন। সেখান থেকে Security and login > What are you logged in? এখানেই আপনি যাবতীয় ইনফো পাবেন। যদি দেখেন আপনি ওই একই সময়ে লগ-ইন করেননি তবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।
যদি বুঝতে পারেন আপনার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে তাহলে আপনি কি করবেন?
ফেসবুক আইডি হ্যাক হলে করণীয়
১। যত দ্রুত সম্ভব হয় আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলবেন। যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড পাল্টে দিয়ে থাকে তবে Login করতে পারবেন না। সে ক্ষেত্রে Forget password এ ক্লিক করে Email জেনারেটেড পাসওয়ার্ড দিয়ে Login করে তারপর Password পরিবর্তন করে ফেলুন।
২। আপনার ফেসবুক(Facebook) আইডি হ্যাক হয়ে গিয়েছে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে রিপোর্ট করুন। সেজন্য ফেসবুক(Facebook) হেলপ সেন্টার এর সাহায্য নিন। Facebook Help Center লিখে গুগলে সার্চ করুন। যে পেজটি ওপেন হবে সেখানে সিকিউরিটি-আই এর মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেটা আপনার কাছে সঠিক মনে হবে সেটিতে ক্লিক করে আপনার রিপোর্টটি ফেসবুকে হেল্প সেন্টারে দিতে পারেন ।
৩। আপনার বন্ধুদের জানিয়ে দিতে পারেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছে।
৪। ফেসবুকে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা টি অন করে দিন। Settings & privacy > Privacy Shortcuts > Account Security > Use two-factor authentication ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি চাইবে, পাসওয়ার্ডটি দেয়ার পর বাকি কাজগুলো সেরে ফেলুন।
৫। ভবিষ্যতে ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচতে ইন্টারনেট সচেতন ভাবে ব্যবহার করেন এবং সতর্ক থাকুন।