আসসালামু আলাইকুম । আমরা অনেকেই গুগলের সার্চ করে থাকি, আমার মোবাইলটি বা আমার কম্পিউটারটিতে যে ওয়াই ফাই তে কানেক্ট রয়েছে সেটার পাসওয়ার্ড কিভাবে বের করব।
অথবা ধরুন, আপনি কারো ওয়াইফাই লাইন টি ব্যবহার করছেন আপনার মোবাইলে। কিন্তু যে ব্যক্তির ওয়াইফাই লাইন সেই ব্যক্তি আপনার ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই থেকে কানেক্ট করে দিয়েছে। আপনাকে তার ওয়াইফাই এর পাসওয়ার্ড টা বলে দিন।
এখন আপনি কিভাবে আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানবেন। অথবা আপনার কম্পিউটারে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে বের করবেন।
কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানুন |
ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিন্তু কোন ভাবি আমার মোবাইল বা কম্পিউটারে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারতেছি না। এই আর্টিকেলটি শুধুমাত্র তাদের জন্য। যারা খুব সহজেই ব্যাট করতে চান আপনার কম্পিউটারে অথবা আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড।
চিন্তার কোন কারণ নেই বন্ধুরা আপনি ঠিক জায়গায় চলে এসেছে। আশা করছি আপনি যদি আর্টিকেলটি সম্পূর্ণ পড়েন তাহলে আপনি নিজেই বের করতে পারবেন আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটারে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড।
তাহলে চলুন জেনে নেই কিভাবে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে হয়?
প্রথমে জেনে নিব কম্পিউটারে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে বের করতে হয়।
প্রথমেই কম্পিউটার সার্চ অপশনে চলে যান। এবং টাইপ করুন Wifi এরপরে আপনার সামনে চলে আসবে ওয়াইফাই সেটিং (Wifi setting) অপশনটি। এখন আপনি পরবর্তী ধাপগুলো অনুসরন করতে থাকুন ।
Network and sharing centre > এবার আপনার কম্পিউটারে কানেক্ট থাকা ওয়াইফাই এর নাম দেখাবে। নাম টিতে ক্লিক করুন > Wireless properties > Security > Show characters
এবং ফাইনালি আপনি আপনার কম্পিউটারে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পাবে।
আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি নিচের দেয়া স্ক্রিনশটগুলো অনুসরণ করে কাজটি সম্পন্ন করতে পারেন।
Step-4 |
Step-5 |
Step-6 |
Step-7 |
Step-8 |
তাহলে চলুন জেনে নেয়া যাক মোবাইল দিয়ে কিভাবে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করবেন।
মোবাইলে কানেক্ট থাকা ও ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার নিয়ম।
এন্ড্রয়েড মোবাইলের কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার কাজটা বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন ধরনের হতে পারে। বলে রাখা ভালো অ্যান্ড্রয়েডের বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের ফাংশন রয়েছে।
সবগুলো এন্ড্রয়েড মোবাইল মডেল গুলো ব্যবহার করে এন্ড্রয়েড ফোনটি তে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা সম্ভব নয়।
তাই আমি আমার ব্যবহৃত অ্যান্ড্রয়েড ডিভাইসটিতে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করার নিয়ম বলে দিচ্ছি।
প্রথম ধাপ: আপনার মোবাইলের ওয়াইফাই অপশনে যান এবং আপনি কোন ওয়াইফাই এর সঙ্গে কানেক্টেড আছেন সেই নামটি দেখাবে। এখন কানেক্টেড নাম টি তে ক্লিক করুন অথবা প্রেস করে ধরে রাখুন।
নিচের স্ক্রীনশটএর মত একটি ওয়াই-ফাই লিস্ট দেখতে পাবেন।
কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড |
দ্বিতীয় ধাপঃ কানেক্ট থাকা ওয়াইফাই এর নামের উপর ক্লিক করলে নিচের স্ক্রীনশটএর মত একটি উইন্ডো ওপেন হবে।
তৃতীয় ধাপঃ এ ধাপে আপনি এই লিস্ট থেকে গেটওয় অপশনটি খুজে বের করবেন এবং এখানে একটি একটি নাম্বার পাবেন সেই নাম্বারটি কিছু সময়ের জন্য মনে করে রাখুন অথবা খাতায় নোট করে রাখুন।
চতুর্থ ধাপঃ এ ধাপে আপনি আপনার মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করে। ব্রাউজারটি হতে পারে গুগল ক্রোম কিংবা ইউসি ব্রাউজার অথবা অপেরা মিনি ইত্যাদি।
পঞ্চম ধাপঃ এ ধাপে গেটওয়েতে কি যে আইপি নম্বরটি পাওয়া গেছে সে আইপি নম্বরটি ব্রাউজারের ইউ আর এল লিখুন অথবা কপি করে পেস্ট করুন। এবং সার্চ করলে নিচের স্ক্রীনশট এর মত একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি ইউজারনেম এবং পাসওয়ার্ড সম্বলিত দুটি ঘর দেখতে পাবে।
সাধারণত এখানে যে পাসওয়ার্ডটি ডিফল্ট ভাবে ব্যবহার করা হয় সেটি হচ্ছে admin এবং ইউজার নাম admin থাকে।
যদি রাউটার ব্যবহার করি এই পাসওয়ার্ডটি এবং ইউজার নেম পরিবর্তন না করে থাকে তাহলে আপনি খুব সহজেই রাউটারের এডমিন প্যানেলে লগইন করতে পারবেন এবং আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে পারবেন।
এখানে ইউজারনেম হিসেবে admin এবং পাসওয়ার্ড হিসেবে admin টাইপ করুন এবং ব্লগিং প্রেস করুন।
বিঃদ্রঃ বলে রাখা ভালো যে ওয়াইফাই রাউটার ব্যবহারকারী যদি এই পাসওয়ার্ডটি আগে থেকেই পরিবর্তন করে থাকে তাহলে আপনি আপনার মোবাইলে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড টি দেখতে পাবেন। কারণ তখন আর admin পাসওয়ার্ড এবং admin ইউজারনেম টি কাজ করবে না।
যদি আপনার ভাগ্য ভাল হয় তাহলে admin এবার করেই লগইন করতে পারবেন এবং আপনার কাঙ্খিত মোবাইলটিতে কানেক্ট থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড জেনে নিতে পারবেন।