MBA কি? MBA তে কারা পড়তে পারবে?

Tanvir Ahmmed
2

MBA কি? MBA তে কারা পড়তে পারবে?

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমবিএ(MBA) ভর্তি প্রসঙ্গে। তাহলে চলুন সবার আগে জেনে নেই  MBA কি?

MBA
MBA


এমবিএ(MBA) এর পূর্ণ অর্থ হলো মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন(Master of Business Administration)MBA হল ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর বিষয়ভত্তিক জ্ঞান অর্জনের জন্য এক বা দুই বছর মেয়াদী একটি স্নাতকোত্তর প্রোগ্রাম।


এমবিএ(MBA) প্রোগ্রামের মূলত যে কোর্সগুলি থাকে, যেমন: অ্যাকাউন্টিং(Accounting), ফলিত পরিসংখ্যান(Applied Statistics), মানব সম্পদ(Human resources), ব্যবসায়িক যোগাযোগ(Business communication), ব্যবসায়িক নীতিশাস্ত্র(Business ethics), ব্যবসায়িক আইন(business law), কৌশলগত ব্যবস্থাপনা(Strategic management), ব্যবসায়িক কৌশল, অর্থ, ব্যবস্থাপক অর্থনীতি(Managerial Economics), ব্যবস্থাপনা(Management), উদ্যোক্তা(Entrepreneur), বিপণন(Marketing), সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা(Supply chain management),ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি যেসব বিষয়ে জানতে পারবেন সেগুলো নিচে দেওয়া হল-

  1. MBA কি?
  2. এমবিএ(MBA) পূর্ণ  অর্থ কী? 
  3. এমবিএ(MBA) তে কারা পড়তে পারবে?
  4. এমবিএ(MBA) ভর্তি যোগ্যতা কি?
  5. বাংলাদেশ এ এমবিএ(MBA) কয় ধরনের?
  6. প্রফেশনাল(Professional) এমবিএ(MBA) কি?
  7. রেগুলার(Regular) এমবিএ(MBA) কি?
  8. এমবিএ(MBA) আর ইএমবিএ(EMBA ) এর মধ্যে পার্থক্য কি?
  9. এমবিএ(MBA) করতে কত বছর লাগে?
  10. এমবিএ(MBA) খরচ কত হতে পারে?
  11. এমবিএ(MBA) তে কি কি সাবজেক্ট থাকে?
  12. এমবিএ(MBA নাকি মাস্টার্স কোনটা করা উচিত?
  13. এমবিএ(MBA) করলে কি উপকার হবে?
  14. ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ(MBA) ভর্তি কি যোগ্যতা লাগে?
  15. জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমবিএ(MBA) খরচ কত ?

MBA কি? MBA তে কারা পড়তে পারবে?

MBA কি?

MBA হল ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর প্রোগ্রাম। এমবিএ(MBA) করতে দুই থেকে এক বছর সময় লাগে। এই প্রোগ্রামে সাধারণত ব্যবসায় প্রশাসন এবং বিনিয়োগ ব্যবস্থাপনার উপর শিক্ষা প্রদান করা হয়।


ব্যবসায়ী শিক্ষার প্রসারের লক্ষ সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে পেন্সিল্‌ভেনিয়া বিশ্ববিদ্যালয়ের দ্য ওয়ার্টন স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল।


এমবিএ(MBA) পূর্ণ অর্থ কী?

এমবিএ(MBA) এর পূর্ণ অর্থ হলো মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন(Master of Business Administration) সংক্ষেপে এমবিএ(MBA)


MBA তে কারা পড়তে পারবে?

  • যেকোনো বিষয়ে (সাইন্স, আর্টস, কমার্স) থেকে গ্রাজুয়েশন পাশ করা শিক্ষার্থী এমবিএ(MBA) পড়তে পারবে।
  • যেকোনো বিষয়ে (সাইন্স, আর্টস, কমার্স) থেকে গ্রাজুয়েশন পাশ করা শিক্ষার্থী এমবিএ(MBA) ভর্তি পরীক্ষা দিতে পারবে।
  • আপনি ইঞ্জিনিয়ারিং করলেও এমবিএ(MBA) এ ভর্তি হতে পারবেন।

এমবিএ(MBA) ভর্তি যোগ্যতা কি?

এমবিএ(MBA) তে ভর্তির যোগ্যতা: UGC (University Grants Commission) অনুমোদিত কলেজ(Collage) থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।


যেকোন গ্রুপ থেকে নূণ্যতম, এসএসসিতে(SSC) জিপিএ-৩.০০, এইচএসসিতে(HSC) জিপিএ-৩.০০ অনার্সে(Honors) সেকেন্ড ক্লাশ বা সিজিপিএ-২.৫০ হলেই আপনি এমবিএ(MBA) ভর্তি হতে পারবেন।


নিচের ছবিটি দেখে আপনারা বুঝতে পারবেন এমবিএ(MBA) ভর্তি যোগ্যতা সম্পর্কে-

এমবিএ(MBA) ভর্তি যোগ্যতা কি?
এমবিএ(MBA) ভর্তি যোগ্যতা কি?

বাংলাদেশ এ এমবিএ(MBA) কয় ধরনের?

বাংলাদেশর বিশ্ববিদ্যালয় গুলোতে এমবিএ(MBA) পড়ার জন্য দুই ধরনের প্রোগ্রাম আছে।

  1. সাধারণ শিক্ষার্থীদের জন্য রেগুলার এমবিএ(MBA) এবং;
  2. কর্মজীবীদের জন্য এক্সিকিউটিভ এমবিএ(MBA) 

এছাড়া আর ও কয় একধরণের কোর্স দেখা যায়-

  1. ফুল-টাইম MBA, 
  2. পার্ট-টাইম MBA, 
  3. অনলাইন MBA, 
  4. গ্লোবাল MBA,

রেগুলার(Regular) এমবিএ(MBA) কি?

রেগুলার(Regular) MBA হল একটি পেশাদার ডিগ্রি, যা ব্যবসায় প্রশাসন এবং ব্যবসার মাস্টার্স (Masters)হিসাবেও পরিচিত। MBA এর পূর্ণরূপ হল "Master of Business Administration"MBA ডিগ্রি পাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি(Graduation) (অনার্স বা স্নাতক সমতুল্য) পাস করতে হবে।


এমবিএ(MBA) আর ইএমবিএ(EMBA) এর মধ্যে পার্থক্য কি?

নিচের একটি ছবির মাধ্যমে MBA এবং EMBA এর মধ্যে পার্থক্য দেখানো হল-


এমবিএ(MBA) আর ইএমবিএ(EMBA) এর মধ্যে পার্থক্য কি?
এমবিএ(MBA) আর ইএমবিএ(EMBA) এর মধ্যে পার্থক্য কি?

এমবিএ(MBA) করতে কত বছর লাগে?

এমবিএ(MBA) প্রোগ্রামটি সাধারণভাবে দুই বছরের হয়। এছাড়া বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় গুলি ২-৩ বছর এবং ১ বছরের এমবিএ (MBA) প্রোগ্রামটি অফার করে থাকে।


এমবিএ(MBA) খরচ কত হতে পারে?

বাংলাদেশে MBA পড়ার জন্য খরচ বিশ্ববিদ্যালয়ের ধরন, এবং কোর্সের মেয়াদ এর ভিত্তিতে ভিন্ন রকম হতে পারে। তবে প্রায়ই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে MBA প্রোগ্রামের জন্য খরচ প্রায় ২-৩ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত হতে পারে।


এমবিএ(MBA) তে কি কি সাবজেক্ট থাকে?

  • একাউন্টিং(Accounting), 
  • ফাইন্যান্স(Finance), 
  • ম্যানেজমেন্ট(Management), 
  • এইচ. আর(HR), 
  • আইটি(IT), 
  • ইকোনোমিক্স(Economics), 
  • ম্যাথ(Math), 
  • স্ট্যাটিসটিক্স(Statistics), ইত্যাদি কোর্স থাকে।

এমবিএ(MBA) নাকি মাস্টার্স কোনটা করা উচিত?

এটা ভাবা বোকামি যে শুধু এমবিএ(MBA) করলেই আপনি যেকোনো কোম্পানিতে ভালো পজিশন এ যোগদান করতে পারবেন।


যাদের লক্ষ চাকরি বা ব্যবসা করা, ব্যবস্থাপনা এবং শীর্ষ লেভেলে যাওয়া, কোম্পানীর সিদ্ধান্ত নেওয়া(Company Decision Making) এ ভুমিকা রাখা, তাদের জন্য হল এমবিএ (MBA)


যারা প্রযুক্তিগত(Technology) দিক এ কাজ করতে আগ্রহী, যারা প্রযুক্তিগত উদ্ভাবন এ বা গবেষণা ভিত্তিক কাজ করে মজা পান তাদের মাস্টার্স করা উচিত।


এমবিএ(MBA) করলে কি উপকার হবে?

  • MBA পড়ার পর আপনি প্রতিষ্ঠানে উচ্চতর ম্যানেজমেন্ট পদে চাকুরী পাওয়ার সুযোগ পাবেন।
  • MBA কোর্স টি সম্পর্ন করলে আপনার উদ্যক্তা হওয়ার প্রবণতা বেড়ে যাবে। 
  • MBA পড়ার মাধ্যমে আপনি নতুন দক্ষতা অর্জন করতে পারেন, নতুন উদ্যোগ নেওয়ার জন্য উদ্যমী হতে পারেন এবং ব্যবসা জগতে নিজেকে প্রদর্শন করতে পারেন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ(MBA) ভর্তি কি যোগ্যতা লাগে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে(DU) এমবিএ(MBA) ভর্তির জন্য সাধারণভাবে নিম্নলিখিত যোগ্যতা প্রয়োজন:


ঢাকা বিশ্ববিদ্যালয়ের(DU) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (IBA) এমবিএতে(MBA) ভর্তি হতে হলে যে কোনো বিভাগ থেকে ন্যূনতম ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে, পরীক্ষা দিয়ে টিকতে হয়।


বন্ধুরা, MBA কি? MBA তে কারা পড়তে পারবে?  যদি আর্টিকেলটা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। 

আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top