ট্রান্সফরমার কাকে বলে কত প্রকার ও কি কি? বহুল ব্যবহৃত একটি ইলেকট্রিক্যাল ডিভাইস বা যন্ত্র বিশেষ যার দ্বারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়ে থাকে যন্ত্রটির নাম হচ্ছে ট্রান্সফর্মার (transformer)।
ট্রান্সফরমার কাকে বলে কত প্রকার ও কি কি? |
আশা করি আজকের এই পোস্ট টি সকল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং যারা ট্রান্সফর্মার সম্পর্কে জানতে ইচ্ছুক তাদের সাহায্য করবে। ট্রান্সফর্মার (transformer) নিয়ে যেসব তথ্য জানবো সেগুলো নিচে দেওয়া হলঃ
- ট্রান্সফরমার (transformer) কি?
- ট্রান্সফরমার (transformer) কিভাবে কাজ করে?
- ট্রান্সফরমার (transformer) এর মূল গঠন ।
- ট্রান্সফরমার (transformer)কত প্রকার কি কি?
- স্টেপ আপ ট্রান্সফরমার (step down transformer) কাকে বলে?
- স্টেপ আপ ট্রান্সফরমার এর গঠন প্রণালী।
- স্টেপ ডাউন ট্রান্সফরমার (step down transformer) কাকে বলে?
- স্টেপ ডাউন ট্রান্সফরমার এর গঠন প্রণালী।
- ট্রান্সফর্মার রেশিও বলতে কী বোঝায়?
- ট্রান্সফরমারের কি কি লস রয়েছে?
- অটো ট্রান্সফর্মার কাকে বলে?
- ট্যাপ (Tap) কি এবং কখন ব্যবহার করা হয়?
- ট্রান্সফরমারের কর্মদক্ষতা বেশি হয়ে থাকে কেন?
- ট্রান্সফরমার ব্যাংকিং কাকে বলে?
- CT এবং PT কি?
- অটো ট্রান্সফর্মার কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে?
ট্রান্সফরমার কাকে বলে কত প্রকার ও কি কি?
✅ ট্রান্সফরমার (transformer) কি?
ইংরেজি শব্দ “ ট্রান্সফরম ” থেকে “ ট্রান্সফরমার ” শব্দটির উৎপত্তি। যার অর্থ রূপান্তর করা। ট্রান্সফর্মার (transformer) একটি স্থির যন্ত্র বিশেষ যার সাহায্যে ফ্রিকুয়েন্সি স্থির রেখে ম্যাগনেটিক ফিল্ড পরিবর্তনের মাধ্যমে এসি(AC) সাপ্লাই এর ভোল্টেজ (V) কমিয়ে এবং বৃদ্ধি করে ব্যবহার করা যায়।
ট্রান্সফরমার |
ট্রান্সফরমারে দুটি কোয়েল থাকে একটি প্রাইমারি কোয়েল এবং অন্যটি সেকেন্ডারি কোয়েল ।আর এইসব কোয়েল এর উপর ডিপেন্ড করে আউটপুট এ কি পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে।
✅ ট্রান্সফরমার (transformer) কিভাবে কাজ করে?
ট্রান্সফরমার মূলত মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে কাজ করে। প্রাইমারী থেকে সেকেন্ডারী তে পাওয়ার ট্রান্সফার করে এই পদ্ধতি তে কাজ করে। প্রাইমারী কয়েলে বিদ্যুৎ প্রবাহিত করলে এর চারপাশে একটি ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় চুম্বকীয় আবেশের সৃষ্টি হয়। আর এই ফ্লাক্স গুলো সেকেন্ডারি কয়েলে প্রবাহিত হতে থাকে।
✅ ট্রান্সফরমার (transformer) এর মূল গঠন ।
ট্রান্সফর্মার মূলত তিনটি অংশ নিয়ে গঠিত।
- প্রাইমারি কয়েল/ওয়াইন্ডিং
- সেকেন্ডারী কয়েল/ওয়াইন্ডিং এবং
- ম্যাগনেটিক কর
১। প্রাইমারি কয়েল/ওয়াইন্ডিং(Primary coil)
মূলত প্রাইমারি ওয়াইন্ডিং এ আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি। আমরা কি পরিমান ভোল্টেজ সেকেন্ডারিতে পেতে চাই সেটা ডিপেন্ড করে প্রাইমারি ওয়াইন্ডিং এর তারের প্যাঁচ এর সংখ্যার উপর।
২। সেকেন্ডারী কয়েল/ওয়াইন্ডিং (Secondary coil)
সেকেন্ডারি কোয়েল বা সেকেন্ডারী ওয়াইন্ডিং মূলত আমরা আউটপুট পেয়ে থাকি।
৩। ম্যাগনেটিক কর (Magnetic core)
প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ার পাঠানোর জন্য যে ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে থাকি এই কাজটি মূলত ম্যাগনেটিক কর করে থাকে।
✅ ট্রান্সফরমার (transformer)কত প্রকার কি কি?
তাহলে আসুন জেনে নিই ট্রান্সফর্মার কত প্রকার ও কি কি। কাজের ধরন অনুযায়ী আমরা ট্রান্সফরমার কে বিভিন্ন ভাবে ভাগ করতে পারি।
ব্যবহার অনুসারে ট্রান্সফর্মার দুই প্রকার
- পাওয়ার ট্রান্সফরমার (Power Transformer)
- ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার (Distribution Transformers)
ব্যবহারের ধরন অনুযায়ী ট্রান্সফর্মার দুই প্রকার
- ইনডোর ট্রান্সফরমার (Indoor Transformer)
- আউটডোর ট্রান্সফরমার (Outdoor Transformer)
ইলেকট্রিক সাপ্লাই অনুসারে ট্রান্সফর্মার দুই প্রকার
- সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ( Single phase transformer)
- ত্রি ফেজ ট্রান্সফরমার (Three phase transformer)
ভোল্টেজ অনুসারে ট্রান্সফর্মার তিন প্রকার
- স্টেপ আপ ট্রান্সফরমার (Step up transformer)
- স্টেপ ডাউন ট্রান্সফরমার (Step down transformer)
- আইসোলেশন ট্রান্সফরমার (Isolation Transformer)
কর মিডিয়াম অনুসারে ট্রান্সফর্মার হল তিন প্রকার
- এয়ার কোর ট্রান্সফরমার (Air core transformer)
- আয়রন কোর ট্রান্সফরমার (Iron core transformer)
- ফেরাইট কোর ট্রান্সফরমার (Ferrite Core Transformer)
✅ স্টেপ আপ ট্রান্সফরমার (step down transformer) কাকে বলে?
ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে নিম্নমানের ভল্টেজ সোর্স দেয়ার পর সেকেন্ডারিতে আমরা যদি উচ্চমানের ভল্টেজ পেয়ে থাকি তাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বলতে পারি ।
অর্থাৎ যে ট্রান্সফরমারের নিম্নমানের ভোল্টেজ সাপ্লাই দিয়ে আউটপুট হিসেবে একটি উচ্চমানের ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপ-আপ (step-up) ট্রান্সফর্মার বলা হয়।
✅ স্টেপ আপ ট্রান্সফরমার এর গঠন প্রণালী।
✅ স্টেপ ডাউন ট্রান্সফরমার (step down transformer) কাকে বলে?
যে ট্রান্সফর্মার কে একটি উচ্চ ভোল্টেজ সাপ্লাই দেয়ার পর সেকেন্ডারি তে আমরা নিম্নমানের ভোল্টেজ পেয়ে থাকি তাকে স্টেপ ডাউন (Step-down) ট্রান্সফরমার বলা হয়।
✅ স্টেপ ডাউন ট্রান্সফরমার এর গঠন প্রণালী।
✅ ট্রান্সফর্মার এর রেশিও বলতে কী বোঝায়?
ট্রান্সফর্মার এর প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারী ওয়াইন্ডিং এর ভোল্টেজ, কারেন্ট এবং কয়েলের প্যাচ সংখ্যার মধ্যে সম্পর্ক থাকে ট্রান্সফর্মার রেশিও বলা হয়।
✅ ট্রান্সফরমারের কি কি লস হয়?
ট্রান্সফরমারের মূলত দুই ধরনের লস হয় কর লস এবং কপার লস। আবার কর লস কে দুই ভাগে ভাগ করা যায় এবং কপার লস কে দুই ভাগে ভাগ করা যায়।
কোর লস
এডি কারেন্ট লস
করের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় করে রেজিস্ট্যান্স বাধাগ্রস্ত হয় যে অপচয় হয় তাকে এডি কারেন্ট লস বলে।
হিস্টেরেসিস লস
অল্টারনেটিং কারেন্ট পর্যায়ক্রমে পরিবর্তিত হওয়ার কারণে চুম্বক ক্ষেত্রের মেরুর দিক পরিবর্তনের সময় ঘর্ষণ জনিত কারণে যে পাওয়ার লোড হয় তাকে হিস্টেরেসিস লস বলে।
কপার লস
প্রাইমারি ওয়াইন্ডিং এর কপার লস
সেকেন্ডারী ওয়াইন্ডিং এর কপার লস
✅ অটো ট্রান্সফর্মার কাকে বলে?
যে ট্রান্সফর্মার(Transformer) এর প্রাইমারি এবং সেকেন্ডারী কোয়েল ইলেক্ট্রিক্যাল মেগনেটিক ভাবে একটি কর এর উপর স্থাপন করা থাকে এবং এর কার্যকলাপ ও আচরণ দুই ওয়াইন্ডিং ট্রান্সফরমারের মতো।
✅ অটো ট্রান্সফর্মার কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে?
- ডিস্ট্রিবিউশন লাইনে ভোল্টেজ ঘাটতি পুরনে ব্যবহার করা হয়।
- ৩-ফেজ ইন্ডাকশন মোটর চালু করার কাজে
- রাজপথ আলোকিত করার কাজে ব্যবহার হয়।
- রেডিও ইলেকট্রনিক্স ইহা ব্যবহার করা হয়।
✅ ট্যাপ (Tap) কি এবং কখন ব্যবহার করা হয়?
উচ্চ বা নিম্ন ভোল্টেজের(Voltage) অবস্থার পরিবর্তন করতে এবং সেকেন্ডারী টার্মিনালে নির্ধারিত ভোল্টেজ সরবরাহ করার লক্ষ্যে উচ্চ ভোল্টেজে ট্রান্সফর্মার অথবা নিম্ন ভোল্টেজের ট্রান্সফরমারের ট্যাপ ব্যবহার করা হয়।
✅ ট্রান্সফরমারের কর্মদক্ষতা বেশি হয়ে থাকে কেন?
ট্রান্সফরমারে কোন ঘর নির্মাণ অংশ থাকে না বিধায় এর ফ্রিকশনলেস নেই, অন্যান্য ঘর নির্মাণ যন্ত্রের তুলনায় ট্রান্সফরমারের কর্ম ক্ষমতা বেশি হয়ে থাকে প্রায় ট্রান্সফরমারের কর্মদক্ষতা ৯৫%-৯৮% পর্যন্ত হয়ে থাকে।
ট্রান্সফরমারে কোন ঘর নির্মাণ অংশ থাকে না বিধায় এর ফ্রিকশনলেস নেই, অন্যান্য ঘর নির্মাণ যন্ত্রের তুলনায় ট্রান্সফরমারের কর্ম ক্ষমতা বেশি হয়ে থাকে প্রায় ট্রান্সফরমারের কর্মদক্ষতা ৯৫%-৯৮% পর্যন্ত হয়ে থাকে।
✅ ট্রান্সফরমার ব্যাংকিং কাকে বলে?
থ্রি ফেজ ভোল্টেজ সাপ্লাই এর সময় অনেক ক্ষেত্রে তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ব্যবহার করে থ্রি ফেজ সিস্টেম বানিয়ে ভোল্টেজ সাপ্লাই দেয়া হয়ে থাকে, এ ব্যবস্থাকে ট্রান্সফর্মার ব্যাংকিং (Transformer Banking) বলা হয়ে থাকে।
থ্রি ফেজ ভোল্টেজ সাপ্লাই এর সময় অনেক ক্ষেত্রে তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ব্যবহার করে থ্রি ফেজ সিস্টেম বানিয়ে ভোল্টেজ সাপ্লাই দেয়া হয়ে থাকে, এ ব্যবস্থাকে ট্রান্সফর্মার ব্যাংকিং (Transformer Banking) বলা হয়ে থাকে।
✅ CT এবং PT কি?
সিটি(CT)- এর পূর্ণ অর্থ কারেন্ট ট্রান্সফরমার (Current Transformer)। মূলত এটি অল্টারনেটিভ কারেন্ট কে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়।
পিটি(PT)- এর পূর্ণ অর্থ পটেনশিয়াল ট্রান্সফর্মার (Potential Transformer) । এটি হাইভোল্টেজ লাইনের ভোল্টেজ মেজার করার জন্যে ব্যবহার করা হয়ে থাকে।
বন্ধুরা এই ছিল ট্রান্সফরমার কাকে বলে কত প্রকার ও কি কি? আর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন।