কম্পিউটার(Computer) রিলেটেড কিছু প্রশ্নের উত্তর
আসুন জেনে নেয়া যাক কম্পিউটার(Computer) রিলেটেড কিছু প্রশ্নের উত্তর। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিক্ষায় আসা প্রশ্ন ও উত্তর। যে প্রশ্ন উত্তর গুলো আপনার বিভিন্ন চাকুরির পরীক্ষায় আপনাকে সাহায্য করবে।
কম্পিউটার |
নিচে বেসিক কিছু প্রশ্ন এবং উত্তর দেয়া হলঃ-
- কম্পিউটার কি ?
- রেম (RAM) কি?
- রেম (RAM) কত প্রকার?
- সি.পি.ইউ(CPU) এর পূর্ণ অর্থ কি?
- কম্পিউটার এর জনক কে?
- কম্পিউটার এর মুল কয়টি উপাদান রয়েছে?
- কম্পিউটার এর মুল উপাদান গুলির নাম কি কি?
- চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক ছিল?
- বাইনারি সংখ্যার ভিত্তি কত?
- অক্টাল সংখ্যার ভিত্তি কত?
- হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি কত?
- দশমিক সংখ্যার ভিত্তি কত?
- বাংলাদেশে ব্যবহৃত প্রথম কম্পিউটার এর নাম কি?
- সবচেয়ে শক্তিশালি কম্পিউটার এর নাম কি?
- 1 kB সমান কত ?
- 1 বাইট সমান কত ?
- 3G, 4G, 5G বলতে কি বুঝায়?
- পৃথিবীর প্রথম গণনা যন্ত্রের নাম কি?
- কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয়?
- কম্পিউটারের কাজের গতি হিসাব করা হয়?
- সাধারানত কম্পিউটারের প্রোগ্রামিং Language কে কয় ভাগে ভাগ করা যায়?
- ন্যানো সেকেন্ডে সমান কত?
- তথ্যের ক্ষুদ্রতম একক?
- PCB এর পূর্ণরূপ?
- Bandwidth মাপা হয় কি হিসেবে?
- Wi-fi এর পূর্ণরুপ কী?
- HTML (hypertext markup language) আবিষ্কার করেন?
- C Language তৈরি করেন আবিষ্কার করেন?
- ল্যাপটপ প্রথম বাজারে আসে কত সালে?
- হাইব্রিড কম্পিউটার কি?
- কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় কাকে?
- কোনটি কম্পিউটারের নেই?
- কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলে?
- বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয় কোথায়?
- WWW এর জনক কে?
- IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?
- ল্যাপটপ(Laptop) এবং পামটপ কি?
- ও সি আর(OCR) এর পূর্নরূপ কি?
- কোনটি কম্পিউটারের নেই?
- ও সি আর(OCR) কোন কাজে ব্যবহার করা হয়?
- ও এম আর (OMR) এর পূর্নরূপ কি?
- ও এম আর(OMR) কোন কাজে ব্যবহার করা হয়?
- মাইক্রো কম্পিউটারকে কি বলে?
- নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
- কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
- যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে?
- কম্পিউটার মাউস কে তৈরী করেন?
- WWW এর পূর্ণ নাম লিখ?
- Quick Heal কী?
- বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি?
- কীবোর্ডে কয়টি ফাংশন-কী থাকে?
কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্নের উত্তর।
1. কম্পিউটার কি ?
উত্তরঃ কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র । কম্পিউটার(Computer) শব্দটি গ্রিক শব্দ "কম্পিউট" শব্দ থেকে এসেছে । যদিও এটি শুধু গননার উদ্দেশে তৈরি করা হয়েছিল, কিন্তু এটি এখন অনেক আধুনিক এবং অনেক ধরনের কাজ করে থাকে ।
2. রেম (RAM) কি?
উত্তরঃ রেম এর পূর্ণ
অর্থ Random access memory (RAM), এটি একটি অস্থায়ী মেমোরি যাকিনা সাময়িক সময়ের জন্য কোন ডেটাকে ধরে রাখে। রেমের সাইজ বৃদ্ধি করে কম্পিউটার কে আর ও ফাস্ট করা যায়।
3. রেম (RAM) কত প্রকার?
উত্তরঃ রেম দুই
প্রকার-
- স্ট্যাটিক
- ডায়নামিক
4. সি.পি.ইউ(CPU) এর পূর্ণ অর্থ কি?
উত্তরঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
(Central processing unit )
5. কম্পিউটার এর জনক কে?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
6. কম্পিউটার এর মুল কয়টি উপাদান রয়েছে?
উত্তরঃ ৪টি।
7. কম্পিউটার এর মুল উপাদান গুলির নাম কি কি?
উত্তরঃ ইনপু্ আউটপুট, মেমোরি এবং প্রসেসর।
8. চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক ছিল?
উত্তরঃ লন্ডন।
9. বাইনারি সংখ্যার ভিত্তি কত?
উত্তরঃ দুই (০,১)
10. অক্টাল সংখ্যার ভিত্তি কত?
উত্তরঃ আট (০,১,২,৩,৪,৫,৬,৭)
11. হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি কত?
উত্তরঃ ১৬ (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F)
12. দশমিক সংখ্যার ভিত্তি কত?
উত্তরঃ দশ (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯)
13. দশমিক সংখ্যার ভিত্তি কত?
উত্তরঃ দশ (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯)
14. বাংলাদেশে ব্যবহৃত প্রথম কম্পিউটার এর নাম কি?
উত্তরঃ IBM
1620
15. সবচেয়ে শক্তিশালি কম্পিউটার এর নাম কি?
উত্তরঃ সুপার কম্পিউটার ।
16. 1 kB সমান কত ?
উত্তরঃ 1024 বাইট
17. 1 বাইট সমান কত ?
উত্তরঃ ৮ বিট
18. 3G, 4G, 5G বলতে কি বুঝায়?
উত্তরঃ
- 2G- দ্বিতীয় জেনারেশন (Second Generation)
- 3G- তৃতীয় জেনারেশন (Third Generation)
- 4G- চতুর্থ জেনারেশন (Fourth Generation)
- 5G- পঞ্চম জেনারেশন (Five Generation)
19. পৃথিবীর প্রথম গণনা যন্ত্রের নাম কি?
উত্তরঃ অ্যাবাকাস
20. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয়?
উত্তরঃ ROM (Read-only memory)
21. কম্পিউটারের কাজের গতি হিসাব করা হয়?
উত্তরঃ ন্যানো সেকেন্ডে (Nano Second)
22. সাধারানত কম্পিউটারের প্রোগ্রামিং Language কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ দুই ভাগে
ভাগ
করা
যায়।
- Machin Language
- Assembly Language
23. ন্যানো সেকেন্ডে সমান কত?
উত্তরঃ এক ন্যানো সেকেন্ড সমান এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।
24. তথ্যের ক্ষুদ্রতম একক?
উত্তরঃ ডেটা।
25. PCB এর পূর্ণরূপ?
উত্তরঃ প্রিন্টেট সার্কিট বোর্ড (Printed Circuit Board)
26. Bandwidth মাপা হয় কি হিসেবে?
উত্তরঃ বি পি এস (bps)।
27. Wi-fi এর পূর্ণরুপ কী?
উত্তরঃ Wireless Fidelity
28. HTML (hypertext markup language) আবিষ্কার করেন?
উত্তরঃ টিম বার্নার লী (1990)
29. C Language তৈরি করেন আবিষ্কার করেন?
উত্তরঃ ডেনিস রিচি (1970)
30. ল্যাপটপ প্রথম বাজারে আসে কত সালে?
উত্তরঃ ১৯৮১ সালে।
31. হাইব্রিড কম্পিউটার কি?
উত্তরঃ এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে কম্পিউটার তৈরি হয় তাকে হাইব্রিড কম্পিউটার বলে।
32. কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় কাকে?
উত্তরঃ বিল গেটসকে।
33. কোনটি কম্পিউটারের নেই?
উত্তরঃ বুদ্ধিবিবেচনা নেই।
34. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলে?
উত্তরঃ মাদার বোর্ড বলে।
35.বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয় কোথায়?
উত্তরঃ পরমানু শক্তি কেন্দ্রে।
36.WWW এর জনক কে?
উত্তরঃ টিম বার্নস লি
37. IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি?
উত্তরঃ Intel-4004
38. ল্যাপটপ(Laptop) এবং পামটপ কি?
উত্তরঃ ছোট কম্পিউটার।
39. ও সি আর(OCR) এর পূর্নরূপ কি?
উত্তরঃ Optical Character Recognition.
40. ও সি আর(OCR) কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়।
41. ও এম আর (OMR) এর পূর্নরূপ কি?
উত্তরঃ Optical Mark Reader.
42. ও এম আর(OMR) কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ এটি পেন্সিল বা কালির দাগ বুঝতে পারে, নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারি কাজে ব্যবহৃত হয়।
43. মাইক্রো কম্পিউটারকে কি বলে?
উত্তরঃ PC (personal computer)
44. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
উত্তরঃ বিজয়
45.কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
উত্তরঃ লেজার প্রিন্টার
46. যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে?
উত্তরঃ এন্টিভাইরাস
47. কম্পিউটার মাউস কে তৈরী করেন?
উত্তরঃ উইলিয়াম ইংলিস
48. WWW এর পূর্ণ নাম লিখ?
উত্তরঃ World Wide Web
49.Quick Heal কী?
উত্তরঃ এন্টিভাইরাস সফ্টওয়ার
50. বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি?
উত্তরঃ উইকিপিডিয়া
51. কীবোর্ডে কয়টি ফাংশন-কী থাকে?
উত্তরঃ ১২টি।