ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য প্রশ্নের উত্তর।

Tanvir Ahmmed
0

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।

আপনি যদি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার(Electrical engineering) অথবা ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে পড়াশুনা করছেন তাহলে জেনে রাখুন কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। যে প্রশ্নের উত্তর গুলো আপনাকে চাকুরি পেতে অনেক সাহায্য করবে। তাহলে আসুন জেনে নিই 30 টি কমন প্রশ্ন এবং উত্তর।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
ইলেকট্রিক্যাল 


  1. কারেন্ট কাকে বলে?
  2. কারেন্ট কত প্রকার কি কি?
  3. ভোল্টেজ কাকে বলে?
  4. পাওয়ার কাকে বলে?
  5. জেনারেটর কাকে বলে?
  6. Inverter কাকে বলে?
  7. রোধ কাকে বলে?
  8. Ohm's Law / ওহমের সূত্র লিখ?
  9. Power Factor কাকে বলে?
  10. অসিলোস্কোপ কি ?
  11. চোক কয়েল কি ?
  12. টিউব লাইটে কি কি গ্যাস ব্যবহার করা হয় ?
  13. ফ্রেয়ন কি? ফ্রেয়ন এর রাসায়নিক নাম কি?
  14. ফ্রিকুয়েন্সি কি? ফ্রিকুয়েন্সির একক লিখ?
  15. LED কি?
  16. স্টেপ আপ ট্রান্সফরমার কি?
  17. ট্রান্সফরমার এর কাজ কি?
  18. ট্রান্সফরমার এর মূল উপাদান কি কি?
  19. ট্রান্সফরমার কে আবিষ্কার করেন ?
  20. সর্ব প্রথম কে বিদ্যুৎ আবিস্কার  করেন?
  21. ক্যাপাসিটর কি?
  22. ক্যাপাসিটর কিভাবে কাজ করে?
  23. ট্রান্সফরমারের রেশিও বলতে কী বোঝায়?
  24. অটো ট্রান্সফর্মার বলতে কী বোঝায়?
  25. ফিডার  কি? 
  26. ইলেকট্রিক্যাল বলতে কী বোঝায়?
  27. কয়েকটি ইলেকট্রিক্যাল ইকুপমেন্ট এর নাম লিখ।
  28. ইলেকট্রনিক্স বলতে কী বোঝায়?
  29. কয়েকটি ইলেকট্রনিক্স ইকুপমেন্ট এর নাম লিখুন।
  30. মসফেট(MOSFET) কী?

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য প্রশ্নের উত্তর।


1. কারেন্ট কাকে বলে?

উত্তরঃ ইলেকট্রন প্রবাহের হার কে কারেন্ট বলে। এর প্রতিক ( i ) এবং  কারেন্ট এর একক অ্যাম্পিয়ার (A /Amp)। অ্যামিটার দিয়ে কারেন্ট পরিমাপ করা হয়।

2. কারেন্ট কত প্রকার কি কি?

উত্তরঃ কারেন্ট দুই প্রকারঃ 

            a)  AC কারেন্ট 

            b)  DC কারেন্ট 

3. ভোল্টেজ কাকে বলে?

উত্তরঃ পরিবাহির মধ্যে থাকা ইলেকট্রন (-e) কনাকে যে চাপে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা হয় তাকে ভোল্টেজ (V) বলে। এর প্রতিক "V"  এবং  ভোল্টেজ এর একক ভোল্ট (Volt)। ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করা হয়।

4. পাওয়ার কাকে বলে?

উত্তরঃ সার্কিটের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়ে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে পাওয়ার বলে। এর প্রতিক ( P ) এবং পাওয়ার এর একক ওয়াট (Watt)।

5. জেনারেটর কাকে বলে?

উত্তরঃ যে যন্ত্রের সাহায্য যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয় বা রূপান্তর করা যায় তাকে জেনারেটর বলে।

6. Inverter কাকে বলে?

উত্তরঃ যে ডিভাইস বা যন্ত্রের মাধ্যমে (DC) কারেন্ট কে (AC) কারেন্ট এ রূপান্তরিত করা হয় তাকে Inverter কাকে বলে।

7. রোধ কাকে বলে?

উত্তরঃ কন্ডাক্টর বা পরিবাহীর যে ধর্মের জন্য ইলেকট্রন প্রবাহের সময় বাঁধা প্রাপ্ত হয় তাকে ওই কন্ডাক্টর বা পরিবাহীর রোধ বলে। 

রোধ কে R দ্বারা প্রকাশ করা হয় । 

8. Ohm's Law / ওহমের সূত্র লিখ?

উত্তরঃ "স্বাভাবিক তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধ বা রেজিস্ট্যান্স ব্যাস্তানুপাতিক"

Ohm's Law

Ohm's Law / ওহমের সূত্র



9. Power Factor কাকে বলে?


উত্তরঃ কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। cosθ দ্বারা  পাওয়ার ফ্যাক্টর প্রকাশ করা হয়। " θ " হল মধ্যবর্তী কোণ ।


Power Factor

Power Factor



10. অসিলোস্কোপ কি?


উত্তরঃ অসিলোস্কোপ একটি ইলেকট্রনিক পরীক্ষণ যন্ত্র,যার মাধ্যমে  সিগন্যাল ভোল্টেজের ক্রমাগত পরিবর্তন, কারেন্ট, ফ্রিকোয়েন্সী, ফেজ কোণ পর্যবেক্ষণ ও গ্রাফের মাধ্যমে দেখা যায়।


11. চোক কয়েল বলে কি ?

উত্তরঃ যে ইন্ডাক্টর বা আবেশক বা কয়েল যার সাহায্যে, কারেন্ট নিয়ন্ত্রণ করা হয়,কিন্তু ভোল্টেজ ঠিক রাখা হয় তাকে চোক কয়েল বলে।

12. টিউব লাইটে কি কি গ্যাস ব্যবহার করা হয় ?

উত্তরঃ 

  • নাইট্রোজেন (N)
  • আর্গন (Ar)
  • সোডিয়াম (Na)
  • হাইড্রোজেন (H)  

13. ফ্রেয়ন কি? ফ্রেয়ন এর রাসায়নিক নাম কি?

উত্তরঃ রেফ্রিজারেটরের কমপ্রেসর এ যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম ফ্রেয়নফ্রেয়ন এর রাসায়নিক নাম ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন ।

14. ফ্রিকুয়েন্সি কি? ফ্রিকুয়েন্সির একক লিখ?

উত্তরঃ প্রতি সেকেন্ডে কোন পরিবর্তনশীল রাশির পরিবরতনের হারকে বুঝায়। ফ্রিকুয়েন্সির একক Hertz (Hz)

ফ্রিকুয়েন্সি
ফ্রিকুয়েন্সি

15. LED কি? 


উত্তরঃ LED is Light Emitting Diode


16. স্টেপ আপ ট্রান্সফরমার কি?


উত্তরঃ যে ট্রান্সফরমার দ্বারা কোন ভোল্টেজ কে বাড়ানো যায় তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে।


17. ট্রান্সফরমার এর কাজ কি?


উত্তরঃ ট্রান্সফরমার  একটি বৈদ্যুতিক  যন্ত্র । চম্বুকিয় আবেশকে কাজে লাগিয়ে একস্থান থেকে অন্যস্থানে ইলেক্ট্রিক্যাল পাওয়ার নিয়ে যেতে ,পাওয়ার বন্টন (Distribution) করতে ট্রান্সফ্ররমারের ব্যবহার করা হয়।

 

যেকোনো বৈদ্যুতিক যন্ত্রে ভোল্টেজ কমাতে স্টেপ ডাউন (Step Down) ট্রান্সফরমার  এবং বাড়াতে স্টেপ আপ (Step Up) ট্রান্সফর্মার ব্যবহৃত হয়।


18. ট্রান্সফরমার এর মূল উপাদান কি কি?


উত্তরঃ ট্রান্সফরমার এর মূল উপাদান  তিনটিঃ

  • প্রাইমারী ওয়ান্ডিং/কয়েল ( Primary coil)

  • সেকেন্ডারী ওয়ান্ডিং/কয়েল  ( Secondary coil) 

  • ম্যাগনেটিক কোর ( Magnetic core)

19. ট্রান্সফরমার কে আবিষ্কার করেন ?


উত্তরঃ ট্রান্সফরমার এর আবিষ্কারক হলেন "স্ট্যানলি"


20. সর্ব প্রথম কে বিদ্যুৎ আবিস্কার  করেন?


উত্তরঃ "মাইকেল ফ্যারাডে" সর্ব প্রথম বিদ্যুৎ উৎপাদনের তত্ত আবিস্কার করেন।


21. ক্যাপাসিটর কি?


উত্তরঃ এটি এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা “দুটি পরিবাহী পাতের মাঝে ডাই-ইলেক্ট্রিক অপরিবাহী পদার্থ নিয়ে গঠিত” কিছু সময়ের জন্য নির্দিষ্ট পরিমান চার্জ  ধরে রাখতে পারে।


22. ক্যাপাসিটর কিভাবে কাজ করে?


উত্তরঃ ধারক সার্কিটে চার্জ সংরক্ষণের আধার হিসেবে কাজ করে। ক্ষেত্রবিশেষে এটা উচ্চ ও নিম্ন তরঙ্গের জন্য ছাকনি (filter) হিসেবে কাজ করে। ক্যাপাসিটর এর মধ্যে অবস্থিত প্লেট দুটির মাধ্যমেই চার্জ ধরে রাখে।


23. ট্রান্সফরমারের রেশিও বলতে কী বোঝায়?


উত্তরঃ ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যার অনুপাতকেই ট্রান্সফরমেশন রেশিও বলে।


24. অটো ট্রান্সফর্মার বলতে কী বোঝায়?


উত্তরঃ যে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েলই ইলেকট্রিক্যালি এবং ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে কিন্তু এদের কার্যকলাপ ও আচরণ দুই ওয়াইন্ডিং ট্রান্সফরমারের মতো হয়ে থাকে তাকে অটো ট্রান্সফর্মার বলা হয়।


25. ফিডার কি? 


উত্তরঃ জনবহুল এলাকা, যেখানে কারখানা বা আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার উদ্দেশ্যে উচ্চ(High) ভোল্টেজ(Voltage) উপকেন্দ্র হতে বিভিন্ন লোড সেন্টারে বিদ্যুৎ সরবরাহ প্রদানের জন্য যে untapped লাইন নির্মাণ করা হয় তাকে ফিডার বলে।


26. ইলেকট্রিক্যাল বলতে কী বোঝায়?


উত্তরঃ ইলেকট্রিক্যাল(Electrical) বলতে বিজ্ঞানের সেই শাখা কি বুঝায় যেখানে পরিবাহীর মধ্য দিয়ে ইলেক্ট্রন প্রবাহ এবং ইলেকট্রন প্রবাহ সম্পন্ন বস্তু যেমনঃ মোটর, সুইচ গিয়ার, জেনারেটর, মেগনেটিক কন্টাক্ট ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে ইলেকট্রিক্যাল বলে


27. কয়েকটি ইলেকট্রিক্যাল ইকুপমেন্ট এর নাম লিখ।


উত্তরঃ  মোটর, সুইচ গিয়ার, জেনারেটর, ট্রান্সফর্মার, ম্যাগনেটিক কন্টাক্ট ইত্যাদি।


28. ইলেকট্রনিক্স বলতে কী বোঝায়?


উত্তরঃ ইলেকট্রনিক্স(Electronics) বলতে বিজ্ঞানের সীসা কাকে বোঝায় যেখানে অর্ধপরিবাহী পদার্থ অথবা সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে  অথবা ইলেকট্রন প্রোটন হল এগুলো নিয়ে কাজ করা হয়। যেমনঃ  ট্রানজিস্টর,ভ্যাকুয়াম টিউব, ইলেকট্রিক টিউব, মসফেট, লজিক সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট  ইত্যাদি।


29. কয়েকটি ইলেকট্রনিক্স ইকুপমেন্ট এর নাম লিখুন।


উত্তরঃ ডায়োড, ট্রানজিস্টর, আইসি, ইলেকট্রিক টিউব ইত্যাদি।


30.মসফেট(MOSFET) কী


উত্তরঃ মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড-ইফেক্ট ট্রানজিস্টরের অপর নাম মসফেট (MOSFET)।

সাধারণত তিনটি সংযোগ প্রান্ত থাকে-

  1. সোর্স(S)
  2. ড্রেন(D)
  3. গেট(G)

বন্ধুরা এই ছিল এলেক্ট্রাইক্যাল বিষয়ে কয়েকটি সাধারণ প্রশ্ন। এই প্রশ্নগুলো সাধারণত খুবই  বেসিক লেভেল এর প্রশ্ন, যেগুলো জানা থাকলে আপনি খুব সহজেই উত্তরগুলো দিতে পারবেন।




ট্রান্সফরমার কাকে বলে কত প্রকার ও কি কি?

ফেসবুক(Facebook) আইডি হ্যাক করার নিয়ম

IBA কি? IBA তে কারা পড়তে পারবে?

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং এর A টু Z গাইডলাইন

বন্ধুরা এই ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য প্রশ্নের উত্তর।  আর্টিকেলটি পড়ে যদি আপনার ভাল লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট এ আপনার মতামত জানাতে পারেন। 
আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top