রিমোট জব অথবা ফ্রিল্যান্সিং কোনটি বেশি সুবিধাজনক?

Tanvir Ahmmed
0

রিমোট জব অথবা ফ্রিল্যান্সিং কোনটি বেশি সুবিধাজনক? দুইটির মধ্যে পার্থক্যগুলো কী কী?

প্রযুক্তির কল্যাণে আজ আমরা অনেক নতুন নতুন সম্ভাবনার পথ সুগম করেছি। এবং জীবনযাত্রার মান অনেক উন্নত হয়ে গেছে প্রযুক্তির কল্যাণে। সম্প্রতি ঘটে যাওয়া কবে Covid-19 লকডাউনের সময় এই প্রযুক্তি আমাদের অনেক কাজই এসেছে এবং আমাদের জীবনযাত্রা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। এসময় আমরা প্রযুক্তির অনেক ব্যবহার দেখেছি এবং শিখেছি। ঠিক এই সময়ে জনপ্রিয় হয়ে ওঠে ফ্রিল্যান্সিং(Freelancing) এবং রিমোট জব(Remote job)রিমোট জব অথবা ফ্রিল্যান্সিং কোনটি বেশি সুবিধাজনক? দুইটির মধ্যে পার্থক্যগুলো কী কী? এ বিষয় সম্পর্কে যারা জানতে আগ্রহি তাদের জন্য Next Gen Bangla এর আজকের আয়োজ।


রিমোট জব ফ্রিল্যান্সিং
রিমোট জব অথবা ফ্রিল্যান্সিং কোনটি বেশি সুবিধাজনক? 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার পর আপনি রিমোট জব এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে যে সমস্ত বিষয় জানতে পারবেন সেগুলো এক নজরে দেখে নেয়া যাক-

  • ফ্রিল্যান্সিং(Freelancing) কি? 
  • কেন ফ্রিল্যান্সিং(Freelancing) করবেন বা ফ্রিল্যান্সার হবেন? 
  • ফ্রিল্যান্সিং(Freelancing) করার কয়েকটি শর্ত। 
  • রিমোট জব(Remote job) কী? 
  • রিমোট জব এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্যগুলো কী কী?
  • রিমোট জবের(Remote job) প্রকারভেদ। 
  • রিমোট জবের(Remote job) সুবিধা। 
  • রিমোট জবের(Remote job) সীমাবদ্ধ । 
  • রিমোট জবের(Remote job) জন্য প্রয়জনীয় দক্ষতা 
  • রিমোট জব(Remote job) আবেদন করতে কি কি লাগবে ? 
  • রিমোট জব(Remote job) কোথা থেকে পাবেন? 
  • রিমোট চাকরি(Remote Job) বা রিমোট জব খোজার ওয়েবসাইট।

ফ্রিল্যান্সিং(Freelancing) কি?

ফ্রিল্যান্সিং(Freelancing) একটি মুক্ত পেশা। আপনি হয়তো অসংখ্য বার ফ্রিল্যান্সিং(Freelancing) নামটি শুনেছেন। একটি লেপটপ অথবা একটি ডেস্কটপ কম্পিউটার এবং ইন্টারনেট(Internet) কানেকশনের মাধ্যমে ঘরে বসে অন্যের কাজ করে দেয়ার অপর নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। এবং অন্যের কাজগুলোকে করে দেয়ার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন।


ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে আপনি এই আর্টিকেলটি পড়তে পারেন।
ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং এর A টু Z গাইডলাইন


কেন ফ্রিল্যান্সিং(Freelancing) করবেন বা ফ্রিল্যান্সার হবেন?

ইতিমধ্যে আমরা জেনেছি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। যেখানে নির্দিষ্ট কোন সময় নেই, নিজের মতো করে কাজ করার সুবিধা রয়েছে, বিশেষ করে ঘরে বসে কাজ করার সুবিধা। তাই ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নেয়াটা অস্বাভাবিক কিছু নয়।


ফ্রিল্যান্সিং(Freelancing) করার কয়েকটি শর্ত।

আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে অবশ্যই আপনাকে কতগুলো শর্ত মেনে চলতে হবে। যদিও এই শর্তগুলো সবার জন্য প্রযোজ্য নয়। তবে এই শর্তগুলো আপনাকে ফ্রিল্যান্সার হতে সাহায্য করবে।

  • প্রথমত আপনার একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
  • থাকতে হবে ধৈর্য, একবার ব্যর্থ হয়ে কাজ বন্ধ করে দেয়া যাবে না।
  • আপনি যেই কাজটি শিখেন না কেন মানসম্মত কাজ শিখবেন।
  • ফ্রিল্যান্সাররা যেহেতু দেশের বাইরে অর্থাৎ বিদেশীদের সঙ্গে কাজ করে তাই ইংরেজি ভাষা জানাটা জরুরী।
  • রাত জেগে কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে।
  • ইন্টারনেট ব্যবহার করে যে কোন তথ্য বের করার প্রসেস গুলো জানতে হবে।

রিমোট জব(Remote job) কী?

সচরাচর আমরা "রিমোট" বলতে বুঝি টিভির রিমোট, এসির রিমোট ইত্যাদি। এবার যদি আমরা "রিমোট" শব্দটির সাথে "জব" শব্দটি যুক্ত করি তাহলে হয়তো একটু আইডিয়া করতে পারছি যে রিমোট জব মানে হচ্ছে দূরবর্তী স্থান থেকে চাকরি করা।

অফিসে না গিয়ে বাড়িতে বসে অফিসের কাজগুলো করে দেয়াই হচ্ছে রিমোট জব। বর্তমানে পৃথিবীতে অসংখ্য কোম্পানী রয়েছে যেসব কোম্পানি রিমোট জব(Remote Job) অফার করে থাকে।


রিমোট জব এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্যগুলো কী কী?

রিমোট জব এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য
রিমোট জব এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্যগুলো কী কী?

রিমোট জবের(Remote job) প্রকারভেদ।

রিমোট জবের(Remote Job) নির্দিষ্ট কোন প্রকারভেদ নেই। তবে কাজের ধরন অনুযায়ী রিমোট জব বিভিন্ন ধরনের হতে পারে। যেমন:- সোশ্যাল মিডিয়া ম্যানেজার(Social Media Manager), পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট(Personal Assistant), গ্রাফিক্স ডিজাইনার(Graphics Designer), প্রোগ্রামার(Programmer), ইত্যাদি।

সাধারণত রিমোট জব(Remote Job) গুলো চুক্তিভিত্তিক হয়ে থাকে, এই চুক্তি বিভিন্ন ধরনের হতে পারে যেমন:-

  • ফুল টাইম(Full Time) 
  • খন্ডকালীন (Par-Time) 
  • ঘন্টা হিসেবে (Hourly)

রিমোট জবের(Remote job) সীমাবদ্ধ।

আমরা সব সময়ই সবকিছুর একটা বিপরীত ফলাফল আশা করি। হ্যাঁ বন্ধুরা রিমোট জবের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন:-

  • যেহেতু রিমোট জব প্রযুক্তি নির্ভর। তাই আপনার ডিভাইসের সফটওয়্যার জনিত সমস্যা হতে পারে। তাৎক্ষণিকভাবে আপনি সমাধান না করতে পারলে কাজের ব্যাঘাত ঘটতে পারে।
  • রিমুট জব নিজের ব্যক্তিত্ব বিকাশে বাধা হয়ে দাঁড়ায়।
  • অফিসে কাজ করলে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স অর্জন করা সম্ভব কিন্তু রিমোট জব এর মাধ্যমে এসব সম্ভব নয়। 
  • দীর্ঘদিন রিমোট জব করলে একঘেয়েমি-একাকিত্বে ভোগার সম্ভাবনা থাকে।

রিমোট জবের(Remote job) জন্য প্রয়জনীয় দক্ষতা।

এখন আমরা জানবো, একজন ব্যক্তি যদি রিমোট জব(Remote Job) করতে চান তাহলে সেই ব্যক্তির কি কি দক্ষতা থাকা প্রয়োজন।

প্রথমত দরকার আত্মবিশ্বাস,যোগাযোগের দক্ষতা, ভার্বাল রাইটিং, এবং প্রযুক্তির সঠিকভাবে পরিচালনা করা জানতে হবে। (যেমন: zoom , google meet, Any Desk) থাকতে সমস্যা সমাধানের (Problem Solving) স্কিল এবং সৃজনশীল দক্ষতা থাকতে হবে।


এগুলো হচ্ছে খুবই সাধারণ রিকোয়ারমেন্ট। আপনি যদি রিমোট জব করতে চান তাহলে অবশ্যই আপনার স্পেশাল কিছু স্কিলস(Skills) থাকতে হবে।

এই ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইনে(Graphic Design) খুবই দক্ষ, তাই আপনি গ্রাফিক্স ডিজাইনের উপর একটি রিমোট জব খুঁজছেন। আমি এটাকে স্পেশাল স্কিলস(Special Skills) বলছি।


রিমোট জব(Remote job) আবেদন করতে কি কি লাগবে?

এখন আমরা জানবো রিমোট জব(Remote Job) পেতে কিভাবে আবেদন করতে হয়। অন্যান্য চাকরির মতোই অনলাইনে আবেদন করার মাধ্যমে রিমোট জব(Remote Job) পাওয়া যায়।

  • রিমোট জবের(Remote Job) একটি সিভি(CV) খুব গুরুত্ত্বপূর্ণ।
  • রিমোট জবের(Remote Job) জন্য অবশই আপনার প্রজনীয় স্কিল(skills) থাকতে হবে। 
  • রিমোট জব(Remote Job) পেতে অন্যান্য জবের মতই নিয়োগকর্তা বরাবর আবেদন করতে হবে। যদি আপনি উপযুক্ত হন তাহলে আপনাকে ভার্চুয়াল ইন্টারভিউ(interview) এর জন্য অনুরোধ জানানো হবে।

রিমোট জব অথবা ফ্রিল্যান্সিং কোনটি বেশি সুবিধাজনক? 


রিমোট জব(Remote job) কোথা থেকে পাবেন?

রিমোট জব(Remote Job) সম্পর্কে ইতিমধ্য অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তাহলে চলুন এবার জেনে নেই রিমোট জব(Remote Job) কোন কোন প্লাটফর্ম অর্থাৎ কোথায় কোথায় পাওয়া যায়।


আপনার আমার সবার জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া(Social Media) প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে নিয়মিতই পাবলিশ হচ্ছে অসংখ্য রিমুভ জব। আর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো হচ্ছে- 

  • ফেসবুক(Facebook) 
  • লিংকডিন(Linkdin) 
  • টুইটার(Twitter) ইত্যাদি।

এছাড়াও আমাদের দেশীয় কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে বর্তমানে রিমোট জব(Remote জব) গুলো পাবলিশ হয়ে থাকে যেমন- 

  • বিডি জবস(BD JOBS)



রিমোট চাকরি(Remote Job) বা রিমোট জব খোজার ওয়েবসাইট।

একটু ইন্টারনেট ঘেটে দেখলেই অনেক অনেক ওয়েবসাইট পাওয়া যাবে তবে তাদের মধ্যেও কয়েকটি সেরা ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম।

  • Bdjobs 
  • Job Circular 
  • Jobshaber 
  • Kormo Jobs 
  • JobStreet.com.bd 
  • Upwork 
  • Freelancer.com 
  • PeoplePerHour

আপনার মতামত দিন!

আপনার এই আর্টিকেলটি কেমন লেগেছে? মন্তব্য করতে ভুলবেন না!

আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top