গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) প্রশ্নের উত্তর

Tanvir Ahmmed
0

গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) প্রশ্নের উত্তর

গ্রাফিক্স ডিজাইন নিয়ে সকল প্রশ্নের উত্তর। সালামুআলাইকুম এবং অন্য ধর্ম অবলম্বী সকল ভিজিটরদের আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন বা একজন গ্রাফিক্স ডিজাইনার (Graphics designer) হতে চান,কিন্তু আপনার মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে যেগুলোর সঠিক উত্তর আপনি পাচ্ছেন না। 

তাহলে চলুন জেনে নেয়া যাক গ্রাফিক্স ডিজাইন (Graphics design) নিয়ে কিছু কমন প্রশ্ন এবং তার উত্তর।


Graphic Design

গ্রাফিক্স ডিজাইন নিয়ে সকল প্রশ্নের উত্তর


সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি যে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেগুলো নিচে দেওয়া হল-

  1. গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) কি?
  2. গ্রাফিক্স ডিজাইনের(Graphic Design) জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?
  3. ওয়েব ডিজাইন শিখবো, নাকি গ্রাফিক্স ডিজাইন?
  4. একজন গ্রাফিক্স ডিজাইনারের মাসে আয় কতো?
  5. শূন্য থেকে গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) শিখতে চাইলে কী কী অভিজ্ঞতার প্রয়োজন?
  6. গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) শিখতে কত সময় লাগে?
  7. অনলাইনে গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) শিখব কী করে?

গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) কি?

গ্রাফিক্স একটি গ্রিক শব্দ যার অর্থ ‘‘অঙ্কন বিষয়ক জ্ঞান’’ এবং ডিজাইন অর্থ নকশা। সুতরাং এভাবে বলা যায় যে কম্পিউটার দ্বারা কোন কিছুর নকশা প্রণয়ন করার কাজ কে গ্রাফিক্স ডিজাইন(Graphics design) বলে। আর যারা কম্পিউটার দ্বারা কোন কিছুর নকশা প্রণয়ন করে তাদেরকে গ্রাফিক্স ডিজাইনার (Graphics designer) বলে। যদি গ্রাফিক্স ডিজাইন এর উদাহরণ দিতে চাই তাহলে বলা যায় নির্বাচনী পোস্টার, তাফসির মাহফিলের পোস্টার, বইয়ের কাভার পেজ, বিভিন্ন কোম্পানির লোগো, ওয়ালপেপার ইত্যাদি এগুলো সব গ্রাফিক্স ডিজাইনাররা ডিজাইন করে থাকে।

গ্রাফিক্স ডিজাইনের(Graphic Design) জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়?

গ্রাফিক্স ডিজাইন (Graphic Design)এ মূলত দুটি সফটওয়্যার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবং গ্রাফিক্স ডিজাইনারদের পছন্দের প্রথম তালিকায় এ দুটি সফটওয়্যার রয়েছে। 

  • এডোবি ফটোশপ (Adobe photoshop) 
  • এডোবি ইলাস্ট্রেটর (Adobe illustrator) 

এছাড়াও কয়েকটি সফটওয়্যার রয়েছে যেগুলো জনপ্রিয়। আপনি যদি হাতেগোনা এই কয়েকটি সফটওয়্যার এর কাজ ভালোভাবে জানেন আশা করছি অনলাইন অথবা অফলাইন থেকেও আপনি ভালো একটি ইনকাম করতে পারবেন। 

  •  এডোবি ইন ডিজাইন (Adobe in Design) 
  •  এডোবি আফটার ইফেক্ট (Adobe After Effects)

ওয়েব ডিজাইন শিখবো, নাকি গ্রাফিক্স ডিজাইন(Graphic Design)?

এখন প্রশ্ন আসে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন নাকি ওয়েব ডিজাইন শিখবেন? বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) এর পাশাপাশি ওয়েব ডিজাইনারের চাহিদা রয়েছে। মার্কেটপ্লেসগুলোতে গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) বলেন ওয়েবডিজাইন বলেন এসব ধরণের কাজের ভালো একটি চাহিদা রয়েছে। 

বলে রাখা ভালো আপনি যে কাজটা শিখতে চাচ্ছেন সেটা যেন পুরোপুরিভাবে প্রফেশনাল মানের কাজ শিখতে পারেন। যদি ছবি আঁকতে পছন্দ করেন, আমি আপনাকে বলব আপনি গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) সময় ব্যয় করুন। 

গ্রাফিক্স ডিজাইন এ যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলোতে কোন ধরনের প্রোগ্রামিং নলেজ থাকার প্রয়োজন নেই। তাই আপনার ঝামেলা ছাড়াই সেই সমস্ত সফটওয়্যার ব্যবহার করে অসাধারণ সব গ্রাফিক্সের কাজ করতে পারেন। 

অন্যদিকে প্রোগ্রামিং অর্থাৎ ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাকে অনেকগুলো বিষয় একসঙ্গে শিখতে হবে। এইচটিএমএল, সিএসএ , জাভাস্ক্রিপ্ট , পিএইচপি ইত্যাদি। একটু সময় সাপেক্ষ ব্যাপার হলেও আপনি যখন পুরোপুরি সেরে ফেলবেন তখন কিন্তু ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) ওয়েব ডিজাইন শিখে কাজ করবেন শুধু তাই নয়। এই কাজগুলো ছাড়াও আরো অনেক ক্যাটাগরির কাজ রয়েছে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে। 

যেমনঃ 

  • ডিজিটাল মার্কেটিং। 
  • ইমেইল মার্কেটিং। 
  • ভিডিও এডিটিং। 
  • কনটেন্ট রাইটার। 
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। 
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। 
  • এফিলিয়েট মার্কেটিং। 
  •  ড্রপ শিপিং। 
  •  পডকাস্ট। 
  •  অটোক্যাড ডিজাইনার। 
  •  থ্রিডি রেন্ডারিং। 
  •  এনিমেশন।

গ্রাফিক্স ডিজাইন(Graphic Design), ওয়েব ডিজাইন এর পাশাপাশি এই কাজগুলো শিখে নিতে পারেন। একজন ফ্রীল্যান্সার বিভিন্ন ধরনের কাজ করতে পারে। দেখা গেল ওয়েব ডিজাইন শিখে ফেলে কিন্তু কাজ পাচ্ছেন না এখন আপনার যদি ডিজিটাল মার্কেটিং এর কোন ধারনা থাকে বা কাজ জানেন তাহলে আপনি সে কাজটি করে দিতে পারতেছেন।

একজন গ্রাফিক্স ডিজাইনারের(Graphic Design) মাসে আয় কতো?

একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার(Graphic Design) মাসে কমপক্ষে সর্বনিম্ন 1000 ডলার ইনকাম করতে পারে।তবে এই কথাটি বলে রাখা ভালো যে আপনাকে সেই ধরনের কাজ জানতে হবে। বর্তমান সময়ে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে যে ধরনের কাজ রয়েছে সেগুলো সম্পর্কে ভাল আইডিয়া রাখতে হবে।

শূন্য থেকে গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) শিখতে চাইলে কী কী অভিজ্ঞতার প্রয়োজন?

আপনি গ্রাফিক্স ডিজাইনের(Graphic Design) কিছুই জানেন না। কিন্তু শূন্য থেকে গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) শিখতে চাইলে কি কি অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে? তাহলে চলুন জেনে নেই- 

  1. কম্পিউটার সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা থাকতে হবে। 
  2. বিভিন্ন ধরনের ব্রাউজার অথবা ইন্টারনেট ব্যবহার করা জানতে হবে। 
  3. গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) এ ব্যবহৃত সফটওয়্যার গুলো সম্পর্কে জানতে হবে। 
  4. ইন্টারনেট থেকে কিভাবে কোন তথ্য সংগ্রহ করা যায় সে সম্পর্কে জানতে হবে। 

আর যেটা না বললেই নয় ইংরেজিতে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। কারণটা হচ্ছে কম্পিউটার এ ব্যবহৃত ভাষাটি হচ্ছে কিন্তু ইংরেজি। তাছাড়া আপনি কাজ শেখার পরে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার লোকের সঙ্গে তথ্য আদান প্রদানের জন্য ইংরেজি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) শিখতে কত সময় লাগে?

তাহলে চলুন বন্ধুরা গ্রাফিক্স ডিজাইন শিখতে কত সময় লাগতে পারে জেনে নেই। আপনি যদি নিয়মিত তিন থেকে চার ঘণ্টা ব্যয় করেন। আশা করা যায় আপনার গ্রাফিক্স ডিজাইন শিখতে কমপক্ষে দুই মাস সময় লাগবে । 

আর যদি আপনি কোন ইন্সটিটিউট এ ভর্তি হয়ে যান তাহলে তাদের নির্ধারিত সময়ে আপনি আপনার কাছ থেকে শিখে ফেলতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় দিয়ে থাকে। তিন মাস 6 মাস এবং গ্রাফিক্স ডিজাইনের উপর ডিপ্লোমা 1 বছর মেয়াদী হয়ে থাকে।

অনলাইনে গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) শিখব কী করে?

আপনি যদি অনলাইন এর উপর নির্ভর করে গ্রাফিক্স ডিজাইন শিখতে চান। তাহলে আপনাকে প্রথমেই ইউটিউব থেকে কয়েকটি চ্যানেল বাছাই করে নিতে হবে। যে চ্যানেলগুলো ভাষা আপনি বুঝতে পারেন এবং আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়। এরপর আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজে বের করতে পারেন। যারা গ্রাফিক্স ডিজাইনের(Graphic Design) উপর টিউটোরিয়াললিখে থাকে এবং নিয়মিত ভিডিও পাবলিশ করে। 

তবে আমার মতে ইউটিউব এ অনেক চ্যানেল রয়েছে যারা ভালো মানের কনটেন্ট দিয়ে থাকে। সেগুলো থেকে ভিডিও দেখে দেখে গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) শিখতে পারেন। এইসব ভিডিও দেখেই একটি ভাল ধারনা নিয়ে এবার আপনি শুরু করবেন কপি পেস্ট এর খেলা। 

মানে গুগলের সার্চ দিয়ে দেখবেন যত ধরনের ডিজাইন আপনার সামনে আসবে সেই ডিজাইনগুলো কে আপনি তৈরি করার চেষ্টা করুন। এইসব ডিজাইন যখন আপনি কপি করতে করতে বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার করবেন আপনার গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) ততই আপনার কাছে সহজ হয়ে যাবে।

গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) কেন শিখবেন?


গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) শিখার নানারকম উদ্দেশ্য থাকতে পারে।  তবে যেসব কারণে গ্রাফিক্স ডিজাইন শেখা উচিত তার কয়েকটি কারণ হলো-

  1. ফ্রিলান্সিং এবং আউটসোর্সিং করা যায়।
  2. ডিজাইন বিক্রি করে ইনকাম করা যায়
  3. ব্যক্তি স্বাধীনতা রয়েছে।
  4. চাকরি করার সুযোগ হয়েছে।
  5. বর্তমান সময়ে এর উচ্চ চাহিদা রয়েছে।
  6. প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইনে(Graphic Design) কাজের ক্ষেত্র বেশি হচ্ছে।
  7. আনলিমিটেড ইনকাম করা যায়।
  8. নিজের প্রতিভা বিকাশ করা সম্ভব।
  9. শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ
  10. উচ্চ শিক্ষার প্রয়োজন নেই ইত্যাদি।

বন্ধুরা এই ছিল গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) নিয়ে কিছু প্রশ্নের উত্তর। আশা করছি কিছুটা হলেও গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। আর্টিকেলটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।

র্টিকেলটি পড়ে গ্রাফিক্স ডিজাইন(Graphic Design) নিয়ে প্রশ্নের উত্তর  সম্পর্কে ধারণা পেলে আর্টিকেলটি শেয়ার করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন, আপনারা কি ধরনের আর্টিকেল পড়তে চান কোমেন্টে জানাবেন। ধন্যবাদ। 
আমাদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

হোম এ ফিরে যেতে এখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top