Blue sky কি?
হ্যালো বন্ধুরা বর্তমান পৃথিবীতে আমরা যোগাযোগ করার মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যে সব প্লাটফর্ম আমাদের নির্ভরযোগ্য তথ্য আদান-প্রদানের মাধ্যমে হিসেবে নিয়মিত ব্যবহৃত হয়ে আসছে। আর বাকি সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মতই একটি প্লাটফর্ম হচ্ছে-Blue sky
Blue sky কি? |
Blue sky সম্পর্কে বিস্তারিত জানাতে NEXT GEN BANGLA এর আজকের আয়োজন Blue sky কি? আশা করছি সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন Blue sky কি? এবং Blue sky কিভাবে কাজ করে এবং Blue sky ব্যবহারের সুবিধা গুলো সম্পর্কে।
Blue sky কি?
সম্পূর্ণ আর্টিকেল পড়লে আপনি Blue Sky সম্পর্কে যে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, সেগুলো হচ্ছে-
- Blue sky কি?
- Blue Sky যাত্রার ইতিহাস।
- Blue Sky কবে প্রতিষ্ঠিত হয়েছে?
- কেন Blue Sky এর জনপ্রিয়তা বেড়েই চলেছে?
- Blue Sky কেন অন্য সোশ্যাল প্লাটফর্ম থেকে আলাদা?
Blue sky কি?
Blue Sky হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটি একটি বিকেন্দ্রীভূত প্ল্যাটফর্ম। জটিল শোনালেও মূলত এর মানে হল এর ব্যবহারকারীরা চাইলে তাদের ডেটা BLUE SKY এর নিজস্ব সার্ভার ছাড়াও অন্যত্র সংরক্ষণ করতে পারেন। এটি দেখতে অনেকটা পুরনো টুইটারের মত, পোস্ট করা, রিপোস্ট লাইক এবং কমেন্ট। রয়েছে সব সুবিধায় কিন্তু আসল পার্থক্য হলেও এর স্বাধীনতা। ব্যবহারকারীরা চাইলে ব্লু স্কাই এর নির্দিষ্ট সার্ভার বাদ দিয়ে নিজেদের ডেটা সংরক্ষণের সুযোগ পান অর্থাৎ তাদের অ্যাকাউন্ট এবং ডেটার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাদের হাতেই।
Blue Sky যাত্রার ইতিহাস।
আপনার ব্যবহারিত সোশ্যাল মিডিয়া কি আপনাকে ডেটার পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছে। বেশিরভাগ এর উত্তরই হবে না। কারণ বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেই আমাদের ডেটার উপর কোন নিয়ন্ত্রণ দেয় না। এখন কল্পনা করুন আপনাকে এমন একটি প্ল্যাটফর্মের কথা বলা হল যেখানে আপনার ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনারই হাতে। একটি স্বাধীন প্ল্যাটফর্ম। এই ধারণা থেকে যাত্রা শুরু করেছে Blue Sky.
Blue Sky তৈরির পেছনে রয়েছেন টুইটারের প্রাক্তন সিইও(CEO) জ্যাক ডরসি(Jack Dordey) তিনি এমন একটি প্ল্যাটফর্ম চেয়েছিলেন যা কোন ব্যক্তিগত সংস্থা বা একক ব্যক্তির নিয়ন্ত্রণে থাকবে না।
জ্যাক ডরসি(Jack Dordey) ২০২৪ সালের মে মাসে তিনি বোর্ড থেকে সরে দাঁড়ান এবং সেপ্টেম্বরে নিজের একাউন্টে মুছে ফেলেন। বর্তমানে Blue Sky এর পরিচালনায় রয়েছেন প্রধান নির্বাহী(CEO) জে গ্রেবার(Jay Graeber)
Jay Graber |
Blue Sky কবে প্রতিষ্ঠিত হয়েছে?
BLUE SKY প্রথম চালু হয় ২০১৯ সালে, তবে এটি ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছিল শুধু আমন্ত্রণ নির্ভর। এরপর এটি উন্মুক্ত হয় সবার জন্য। অনেক ব্যবহারকারী এক্সের(X) তথাকথিত বিষাক্ত পরিবেশ থেকে মুক্তি পেতে যোগ দিচ্ছেন Blue Sky প্লাটফর্ম এ। স্বাধীনতা এবং প্ল্যাটফর্মের পরিষ্কার নীতিমালা দিন দিন ব্যবহারকারীদের আকৃষ্ট করছে।
কেন Blue Sky এর জনপ্রিয়তা বেড়েই চলেছে?
ডেটার স্বাধীনতা এবং প্ল্যাটফর্মের পরিষ্কার নীতিমালা তাদের আকৃষ্ট করছে ব্যবহারকারীদের। গার্ডিয়ান, টাইমসের মত বড় প্রতিষ্ঠানগুলো এক্স(x) থেকে সরে এসে Blue Sky কে সমর্থন করছে। এমনকি POP তারকা লিজো, অভিনেতা বেনিস্ট্রিলার এবং বিশ্ব সেরা সেলিব্রেটিরাও এখন Blue Sky অংশ।
এখন সাবস্ক্রিপশন মডেল এবং পেইড সার্ভিসের দিকে মনোযোগ দিচ্ছে Blue Sky এবং ব্যবহারকারীরা তাদের ইউজার নেমে কাস্টম ডোমেইন যোগ করার জন্য অর্থ প্রদান করতে পারেন। তবে এখনো এটি এক্স(X) এর তুলনায় অনেক পিছিয়ে এক্স(X) যেখানে দৈনিক ২৫০ মিলিয়ন ব্যবহারকারী পায় সেখানে সংখ্যা মাত্র কয়েক মিলিয়ন।
Blue Sky কেন অন্য সোশ্যাল প্লাটফর্ম থেকে আলাদা?
অন্যান্য সোশ্যাল প্লাটফর্ম গুলো থেকে আলাদা হওয়ার কারণ , Blue Sky ব্যবহারকারীরা তাদের ডেটা(Data) এবং কনটেন্টের(Content)এর উপর নিয়ন্ত্রণ রাখেন। এর ফলে, কোম্পানির নিজস্ব নীতিমালার পরিবর্তে ব্যবহারকারীরা তাদের প্ল্যাটফর্মের নীতি নির্ধারণ করতে পারেন। এবং AT Protocol নামক একটি ওপেন সোর্স প্রযুক্তি ব্যবহার করে, যার ফলে প্ল্যাটফর্মের মধ্যে বিভিন্ন সার্ভার এর মধ্যে তথ্য বিনিময় করা যায়। এই সুবিধা গুলি অন্যান্য কোন সোশ্যাল প্লাটফর্ম প্রদান করে না।
আপনার মতামত দিন!
আপনার এই আর্টিকেলটি কেমন লেগেছে? মন্তব্য করতে ভুলবেন না!
আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়ুন:
আপনার এই আর্টিকেলটি কেমন লেগেছে? মন্তব্য করতে ভুলবেন না!
আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়ুন: