নতুন উদ্যোক্তা যে সাতটি সাধারণ কারণে ব্যবস্যায় ব্যর্থ হয়ে যায়

Tanvir Ahmmed
0

এক জন উদ্যোক্তা যখন নতুন কোন ব্যবসা শুরু করেন তখন তার দুচোখ ভরা অনেক স্বপ্ন থাকে। এই জ্বলন্ত স্বপ্ন নিয়ে তিনি কাজ শুরু করেন। কিন্তু একসময় দেখা যায় যে তার ব্যবস্যা টা সঠিকভাবে চলছে না।


উদ্যোক্তা
নতুন উদ্যোক্তা যে সাতটি সাধারণ কারণে ব্যবস্যায় ব্যর্থ হয়ে যায়

সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি জানতে পারবেন নতুন উদ্যোক্তা যে সাতটি সাধারণ কারণে ব্যবস্যায় ব্যর্থ হয়ে যায়। আমাদের দেখা দরকার যে এই সাতটি সাধারন কারণ কি এবং সেই সাধারণ কারণ থেকে উত্তোলন করার উপায়। বন্ধুরা চলুন আমরা জানি কোন সে সাতটি সাধারণ কারণ যার কারণে একটি ব্যবসা উদ্যক্তা ব্যর্থ হয়ে যায়।


ব্যবস্যার নিদিষ্ট পরিকল্পনা না থাকা

সফল ব্যবসা শুরু করার জন্য একটা সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং শক্তিশালী পরিকল্পনা প্রয়োজন। অনেক নতুন উদ্যোক্তা শুধু ধারণা নিয়েই একটা ব্যবসা শুরু করে দেয়। কিন্তু পরিকল্পনা ছাড়া আসলে তা সফল হয় না কোন ব্যবসার জন্য বাজার গবেষণা, আর্থিক পরিকল্পনা, বিক্রয় কৌশল এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করা অত্যন্ত অত্যন্ত জরুরি।


ব্যবসা শুরুর আগে বাজার গবেষণা করে নিতে হবে, আপনাকে সঠিক বাজেট তৈরি করতে হবে এবং আপনার ব্যবসায়ের লক্ষ্য সুনির্দিষ্ট ভাবে নির্ধারণ করতে হবে।


অর্থের যোগান ব্যবস্থা না করা

অনেক উদ্যাক্তা তাদের ব্যবসার প্রাথমিক সময়ে প্রয়োজনীয় অর্থের অভাবে ব্যর্থ হয়ে যায়। ব্যবসার জন্য প্রাথমিক অর্থের যোগান সঠিকভাবে সেই অর্থের ব্যবস্থাপনা এবং আয়ের যে পূর্বাভাস তার সঠিক পরিকল্পনা যদি না থাকে তাহলে কোন ব্যবসা টেকসই হতে পারে না। এই আর্থিক সমস্যা থেকে বের হওয়ার জন্য কি করতে হবে? আপনাকে প্রপারলি একটা বাজেট তৈরি করতে হবে এবং বাজেট টাকে মেইনটেইন করতে হবে।


ব্যবসার জন্য আর্থিক যে সহায়তা এটা কোথা থেকে আসবে সেটাকে নির্দিষ্ট করুন এবং আর্থিক সহায়তা নিশ্চিত করুন। আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রপার একাউন্টিং থাকতে হবে।


খারাপ বিপণন কৌশল বা মার্কেটিং কৌশল

আপনি প্রচন্ড ভালো প্রোডাক্ট(Product) বা সেবা নিয়ে ব্যবসা শুরু করলেন, কিন্তু আপনি আপনার ব্যবসায়ের জন্য মার্কেটিং কৌশল ঠিক করেনি। ব্র্যান্ডিং(Branding) কৌশল ঠিক করেনি। আপনার লজিস্টিক ঠিক করেনি। আপনার ব্যবসা দাঁড়াবে না।


ভালো প্রোডাক্ট নিষ্চিত করে না যে আপনার ব্যবস্যাতে লাভ হবে। তবে যদি আপনার মার্কেটিং কৌশল ভালো হয় তাহলে আপনার ব্যবস্যা একদিন সফলতা পাবে।


একটা বিপণন কৌশল আপনাকে তৈরি করে নিতে হবে। দরকার হলে প্রফেশনালের সাহায্য নিতে হবে। সোশ্যাল মিডিয়া(Social Media) ব্যবহার করতে হবে, কারণ বর্তমানে আপনি সোশ্যাল মিডিয়ার হেল্প ছাড়া ব্যবস্যাই করতে পারবেন না।


ইন এফিসিয়েন্ট(Efficient Cash) ক্যাশ ম্যানেজমেন্ট না করা

ভালো টিম মেম্বার থাকা দরকার। যারা অর্থের ফ্লো বোঝে ভালোভাবে মেইনটেইন করতে পারে। আপনি যদি আপনার ক্যাশ(Cash) সঠিকভাবে ম্যানেজ করতে না পারেন তাহলে আপনি ব্যবসাটি করতে পারবেন না।


ইউনিটি টেক কেয়ার অফ দ্যাট ম্যানেজমেন্ট(Unity Take Care of That Management) এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ক্যাশ ফ্লু সেটাকে মনিটর করতে হবে এবং খেয়াল করতে হবে যেন ব্যবসায় অযাচিত খরচ না হয়। খরচ যেন জন্য কম থাকে প্রোডাক্টিভিটি যেন বেশি থাকে।উচ্চ্ ঋণ পরিশোধ করার ব্যাপারে যত্নশীল হতে হবে।


টিম ব্যবস্থাপনা পর্যবেক্ষণ না করা


আপনার একটা সুন্দর টিম আছে। সবাই খুবই প্রোডাক্টিভ(productive) সবাই খুবই আন্তরিক(Sincere) মেধাবী(Talented) কিন্তু এই মেধাবী লোকদেরকে এই টিম মেম্বারদেরকে ম্যানেজ করাটা খুবই গুরুত্বপূর্ণ।


প্রোডাক্টিভ(productive) সবাই খুবই আন্তরিক(Sincere) মেধাবী(Talented) টিম থাকার পরেও শুধুমাত্র ভালোভাবে তাদের ম্যানেজ করতে না পারার কারণে কোম্পানিগুলো ফেল করে। এটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই আপনাকে প্রচন্ড কেয়ারফুলি আপনার ট্যালেন্টদেরকে ম্যানেজ করতে হবে।


তাদেরকে বিজনেস ফোকাস করতে হবে। তাদেরকে তাদের কাজে আন্তরিকভাবে আত্মনিয়োগ এ মনোযোগী করতে হবে। সঠিক টিম এবং টিম মেম্বার নির্বাচন করা তাদেরকে কাজে লাগানো বিষয় ম্যানেজমেন্ট কে ভালো ভাবে পর্যবেক্ষণ করতে হবে।


সঠিক কর্মী দিয়ে দক্ষ টিম তৈরি করা দরকার প্রত্যেকটি টিম মেম্বারের দায়িত্ব কর্তব্য কি সেটা সুনির্দিষ্ট করা দরকার এবং সে তার দায়িত্ব পালন করছে কিনা ভালো ভাবে পর্যবেক্ষণ করতে হবে।


বাজারে সেবার চাহিদা পর্যবেক্ষণ না করা


বাজারে আপনার সেবা বা প্রোডাক্ট প্রয়োজনীয় কিনা তা খুবই গুরুত্বপূর্ণ। বাজারে চাহিদার অভাব থাকলে ব্যবসা চলমান রাখা সম্ভব নয়। অনেক ব্যবসায়ী বাজারের পরিবর্তন বা গ্রাহকদের চাহিদা সঠিকভাবে বুঝতে ব্যর্থ হন। আর সে কারণে তাদের ব্যবসা ধ্বসে পড়ে। তাই আপনাকে বাজারে চাহিদা বুঝতে হবে প্রয়োজনের মার্কেট সার্ভে করতে হবে।


বব্যবস্যায় প্রযুক্তি ব্যবহারে অভাব


বর্তমান সময় প্রযুক্তির সময়। এখন যদি ব্যবসায় আপনি আপনার ডিজিটাল টুল গুলো ব্যবহার না করেন, প্রযুক্তিকে যদি আপনি এড়িয়ে চলেন, এখন ব্যবসায়ী টিকে থাকতে পারবেন না।


এখন অটোমেশনের যুগ অনেক কিছু অটোমেটেড হয়ে গেছে। এই অটোমেশনের সুযোগ আপনাকে নিতে হবে। প্রযুক্তিকে কাজে লাগান আপনার এফিসিয়েন্সি বাড়বে। সঠিক সফটওয়্যার(Software) এপ্লিকেশন, ডিজিটাল টুলস ব্যবহার না করলে ব্যবসা এখন কঠিন হবে।


প্রযুক্তির ব্যবহার আপনাকে শিখতে হবে এবং আপনার নিত্যনৈমিত্তিক ব্যবসায়ী কার্যক্রমে প্রযুক্তিকে দারুন ভাবে ব্যবহার করতে হবে। যেখানে যেটা দরকার সেগুলোতে আপনাকে উপস্থিত থাকতে হবে। যদি পরিকল্পনা সতর্কতা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এগিয়ে যেতে পারেন তবে আপনার ব্যবসা সফল হতে পারে।


ব্যবসায় ব্যর্থ হওয়ার অনেক কারণ থাকতে পারে। তবে এগুলোর অনেকটাই আগাম পরিকল্পনা সতর্কতা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এড়ানো সম্ভব। আপনি যদি আপনার ব্যবসাকে টেকসই করতে চান তাহলে সঠিক পরিকল্পনা টিম এবং কৌশল নিয়ে এগিয়ে যেতে হবে।


আপনার জন্য আরও চমৎকার পোস্ট:

আপনার যদি এই পোস্টটি ভালো লেগে থাকে, তবে আমাদের অন্যান্য পোস্টগুলো দেখুন। সেখানে আপনার পছন্দের আরও অনেক কিছু পাবেন! 😊

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top